রাগ বিশ্লেষণ।
।।সুবীর সেনগুপ্ত।।


ভাগ করে রাগ কমানো যায় না
নেভানো যায় না আগের রাগ
করতে গেলেই, রাগ বেড়ে যায়
আর কেটে দেয়, গভীর দাগ।


রাগ হলো অরি, হয় না শ্রীহরি
যেখানেই থাকে, আসে পড়িমরি
বেগে ধেয়ে যায়, সামলানো দায়
প্রয়াসে কমেনা, দিবা বা নিশায়।


রাগ আবরন, ঢেকে থাকা ক্ষণ
ঢাকা তুলে নিলে, ছোটে শন শন
মানে না সময়, কথা বিনিময়
মানতে থাকবে, নিয়ে রাখা পণ।


ফুলের পরাগ, করে না তো রাগ
করতই যদি, হয়ে যেত ভাগ
তেমন হয় না, তাই রাগ হয়
রাগ কারণেই, মনের পাতায়।


রাগ তো হবেই, হয় সকলের
রাগ চলে যাওয়া, সময়ের ফের
পুষে রাখলেই, রাগ হবে বন্য
গড়েও তুলবে, রাগ অরণ্য।


ভাগ যদি হয়, রাগ কমে যাবে
এই থিয়োরিতে, সফলতা পাবে
ভালবাসা দিয়ে, করলেই ভাগ
শর্ত না রেখে, ভাগের সময়ে।


আর এক উপায়, ঠিক হতে পারে
রাগী চাইলেই, সেটা নিতে পারে
সংযত মনে, করে ফেলে পণ
'রাগ শুরু হলে, করব নিধন'।