//রাজার অধিকারে সাজা//


রাজার সাজা পাওয়ার কারণ
অনেক অনেক উদাহরণ
কিন্তু রাজা কেবল দেবে সাজা
সাজা পাবে রাজার সকল প্রজা।


প্রাণ প্রাণ প্রাণ, প্রাণ সঞ্চারণ
প্রাণের দখলে এলো এক মন
হয়ে গেল এক শরীর সৃষ্টি
তিন মিলেমিশে দলের গড়ন।


একটি জীবনে একটাই দল
প্রতিটি দলেই স্বার্থ প্রবল
স্বার্থই ধরে আনলো ক্ষমতা
ক্ষমতা গড়ল রাজারই দল।


রাজার প্রভাব ক্ষমতার বলে
রাজা সাজা দেয় ছলে আর বলে
রাজার ঝুলিতে রাখা থাকে সাজা
রাজার খেলাও তাই দিয়ে চলে।


যতই থাকুক হাজার কারণ
সব কারণের হবেই মরণ
রাজার হাসিতে পড়বে না ভাটা
রাজা যে রাজাই, অসাধ্য সাধন।


সুবীর সেনগুপ্ত