//রাজনীতি//


একটাই নীতি, কী সেই নীতি!
তুমিও তা জানো, বলো জানো-না কি!
নেতাদের কথা বলতে চাইছি
রাজনীতিবিদদেরকে টানছি।


দুই শব্দকে জুড়ে রাজনীতি
সবাই দেখছে রাজ আর নীতি
রাজা থেকে রাজ, ভাবলে কী ভুল!
আর নীতি, সে তো শত কোটি ধূল।


অগণিত নেতা এখানে ওখানে
আছে সরকারে, কিংবা গোপনে
যেখানেই থাক, নেতা তো নেতাই
সকলের আছে একই নীতি মনে।


নেতাদের নীতি লোভ এবং লাভ
তাঁদের কিছুরই থাকেনা অভাব
শুধুই লক্ষ্য ভোট জিতবার
লক্ষ্য সফল, মাংস কাবাব।


রাজনীতি করে যাঁরা হয় নেতা
তাঁরা তো কেবল কথা বিক্রেতা
মিথ্যের একনিষ্ট পূজারী
সুস্পষ্টই স্বার্থের নেতা।


প্রথম প্রথম চেলা হয়ে কাজ
ফাই-ফরমাশ দিনের হিসাব
করতে করতে হয়ে যায় নেতা
বদলায় সব পূর্ব স্বভাব।


নেতা হয়ে গেলে, নিশ্চিত ধনী
অবৈধ ধন, তাতে নেই ভুল
নেতা একই সাথে চোর আর দাতা
হৃৎ সম্পদে পড়ে যায় ঝুল।


নেতাদের মন নিশ্চয়ই দৃঢ়
দৃঢ় বিশ্বাসে সেই এক নীতি
সেই নীতি জুড়ে লাভ লাভ লাভ
মেনে নেয় এই একটাই রীতি।


সুবীর সেনগুপ্ত