//রহস্যাবৃত চিন্তা//


চিন্তার ঝড়ে উড়ছে না খড়
ভাঙছে না কোনো শত্রুর ঘর
যত বেড়ে যায় চিন্তার গতি
মন হয় দিশাহারা প্রান্তর।


চিন্তার ধারা সদা প্রবাহিত
এই ধারাতেই জীবন জড়িত
প্রাণ যতদিন, তাই তো থাকবে
চিন্তা ভাবনা রহস্যে আবৃত।


বিষয়বিহীন চিন্তা হয় না
একটি বিষয়ে থাকাও যায় না
অনেক বিষয় মিলেমিশে গিয়ে
চিন্তার ধারা গন্তব্য পায় না।


কাটিয়ে দিনটি চিন্তার সাথে
পরদিন নব চিন্তাও পাতে
পুরনো চিন্তা, তাও থেকে যায়
চিন্তা সবার অপ্রকাশ্য চিত্তে।


কার অভাব আছে চিন্তার, বলো!
আছে সকলের, সাদা আর কালো
যেমনই হোক না চিন্তার রূপ
সবই থাকবে মন করে আলো।


চিন্তার যদি করি বিশ্লেষণ
কী ভাবে করব অসাধ্য সাধন!
কিন্তু চিন্তা দিয়ে ভরা ঝুলি
সকলের কাছে চিন্তার ধন।


চিন্তা ভাবনা দুটো তো একই
আলাদা ভাবলে, ভাবা যায় নাকি!
যে নামেই হোক, থাকতে হবেই
নইলে তো বাঁচা হয়ে যাবে ফাঁকি।


প্রতি মুহূর্ত চিন্তার সাথে
চিন্তা প্রভাতে, চিন্তা নিশীথে
শেষ মুহূর্তে তখনও চিন্তা
শুধু নেই, যদি যাই নীদ্রাতে।


চিন্তা মানেই, চলে আসে মন
এই দুইএর অদৃশ্য বাঁধন
কার নির্দেশে এই দুই গড়েছে!
অজানিত জ্ঞান, থাকবে গোপন।


সুবীর সেনগুপ্ত