//রঙ্গীন মনেই আবেগের সাড়া//


চাই না তো আমি সব কিছু সাদা
অন্য রঙেও মন থাকে বাঁধা
রঙের কামনা পরিস্থিতিতে
রঙ্গীন কখনো হয় কালো সাদা।


রঙ্গীন বলতে বুঝি যে যে রঙ
তাতে লাল নীল হলুদ সবুজ
কেন স্থান নেই সাদা ও কালোর!
সাদা কালো কেন হবেই অনুজ!


আমার চাওয়ায় আমার চেতনা
এই চাওয়া নিয়ে ভূবন চলে না
স্বীয় চেতনার বশেই মানুষ
সমবেত নির্ণয় দেবে হানা।


শুধু মন চায়, তাই রঙ চাই!
রঙ এর চাওয়ায় হাজার কারণ
কারণ বিশ্লেষণে বহু পথ
আর প্রতি পথে শত উদাহরণ।


শুভ্র মেঘের খেলা নীলাকাশে
হলুদ আলোয় ঝিকিমিকি তারা
নীলাভ সবুজ পূর্ণিমা রাত
আছে, তাই পাই আবেগের সাড়া।


কত শত রঙে ভরেছে শরীর
হিসেব করাই হবে মুশকিল
প্রাকৃতিকভাবে রঙ বিন্যাসে
বিশ্বের দরবার স্থিতিশীল।


সুবীর সেনগুপ্ত