খিল খিল হাসি হাসো যত খুশী
জুড়ে দাও তাতে পাড়া-প্রতিবেশী
হাসবার তরে লাগেনা অর্থ
সাবলীল হাসি মানে না শর্ত|


হেসে ফেললেও হবে না তো ফাঁসি
তাই তো অযথা দেখা যায় হাসি
তবে বিদ্রুপ হানা দিতে পারে
অপরাধ কোনো আসবে না ঘাড়ে|


বলা হয়ে থাকে হাসি দরকারি
মনের জন্য অতি উপকারী  
হাসির কারণে নীরোগ শরীর
তাই কি গড়েছে হাসির শিবির!


আমোদ প্রমোদে হাসির ফোয়ারা
পরিবেশে আনে শব্দের ধারা
সমাবেশে সব মন খুলে যায়
যার যা ইচ্ছে তাই বলে যায়|


প্রাণখোলা হাসি কজনেই হাসে
মৃদু হাসিকেই সব রাখে পাশে
কাষ্ঠ হাসির নেই কোনো শেষ
বাহির জগতে এ হয় বিশেষ|


হাসি দিয়ে খুশী করার চেষ্টা
করেও মিটতে পারে না তেষ্টা
হাসির সঙ্গে কিছু মিশে যায়
নিমেষেই সব তৃষ্ণা হারায়|


হাসি মাপা যায়, অজানা তো নয়
মাপা হাসি হেসে, কথা বলা যায়
অট্টহাসিতে সচেতন সব
আশ-পাশ যায় হয়েও সরব|


শিশুদের হাসি শুধু নিষ্পাপ
মনের মধ্যে রেখে যায় ছাপ
ক্রুড় হাসি দেখে, লাগে মনে ভয়
মনে মনে বলি, এ তো হাসি নয়|


দমফাটা হাসি, নামে বলে দেয়
এ হাসিতে দুর্ঘটনার ভয়
তার থেকে ভাল, মৃদু মৃদু হাসি
কিংবা মুচকি, হাসির বিলাস|


হাসার কারণ না হলেও হাসি
সেটাই তো লোক, দেখানোর হাসি
আমরা কি রামগরুড়ের ছানা!
উত্তর হবে, সব না না না না|


তাই কৌতুক, পরিহাস করি
হাসির কথায়, হেসে হেসে মরি
মনে পড়ে যায়, সেই ছোটবেলা
ছিল হাসিখুশী, বই এর মেলা|


মানা কি যায় না, হাসিই জীবন!
শুদ্ধ হাসির, হোক আলোড়ন  
হাসি না থাকলে, অর্থেও দুখ
হেসেই আনব, বুক ভরা সুখ|


সাবলীল হাসি মানে না শর্ত