//সাধন অপরিহার্য//


চারা নেই, তাই লাগানো গেল না গাছ
ইচ্ছা মরল, করাও গেল না নাচ
ভাবনাতে কাজ, কিন্তু অভাবে সাধন
করা কাজগুলো সব হলো ভাঙা কাঁচ।


সাধনবিহীন জীবন চলতে পারে না
অধিক সাধনে চলার মূল্য বাড়ে না
উচিত সাধন করে দেয় কাজ সহজ
সেইগুলোই তো কাজের আসল গয়না।


নগ্ন পায়ে কী হবে হাঁটাহাঁটি কাজ!
দৌড়তে গেলে, দু-পায়ে জুতোর সাজ
বর্ষাকালের সাধন এক বর্ষাতি
ছোট্ট সাধন ছাতা নিয়ে মাতামাতি।


প্রতিটি কাজেই সাধন অপরিহার্য
কাজে অসুবিধা, কেউ না করলে গ্রাহ্য
সাধন ছাড়াও কাজ শেষ হতে পারে
কাজ শেষ হোক, সেটাই মুখ্য উদ্দেশ্য।


তুচ্ছ কাজেও লাগবে কোনো সাধন
নিশ্চিতরূপে সাধনই হলো ধন
সাধ আর ধন মিলেই কী নয় সাধন!
লিখতে গিয়েই কাগজ কলম স্মরণ।


ভাবছি যখন, তখন সাধন কই!
তখন সাধন অপূর্ব এই মনটাই
ঘুমের সাধন, সেখানেও এই মন
সার্থকতার মূল কারণ সাধন।


সুবীর সেনগুপ্ত