//সাঁওতাল//


নির্বিকারেই বসে, একলাই নিভৃতে
সন্ধানে তাঁর নেই বিত্ত
অবিরত আধ্যানে, ভাবনার পরিমাণে
বিচলিত নয় তাঁর চিত্ত।


অনন্য অনুভূতি, নীরবতা নিয়ে স্থিতি
প্রশান্তি ছেয়ে মুখমন্ডল
প্রকৃতির কোল ছুঁয়ে, তাঁর মন নেই দায়ে
কখনো হয়না অতি চঞ্চল।


আদিবাসী পরিচয়ে, তাঁর বাঁচা বনছায়ে
কখনো বা বৃক্ষের ডালে
অনাবৃত শরীরে, ঘোরে বন চত্তরে
আনন্দে মন তাঁর দোলে।


ভরপুর শক্তিতে, নির্ভীক বিশ্বাস
বন্য প্রাণীতে নেই ভয়
অভীষ্ট লক্ষ্য তাঁর, দৃষ্টিও ক্ষুরধার
প্রতি শিকারেই পায় জয়।


অপাপবিদ্ধ সে তো, সুগঠিত পরিণত
কুটিলতা তাঁর জ্ঞানে নেই
অরণ্য পরিসরে, কখনো বা নদী তীরে
ত্রুটিহীন বাঁচা তাঁর ছন্দেই।


পরিচয়ে সাঁওতাল, বানিয়ে নিজের ঢাল
নরত্বের সেই তো প্রতীক
শিক্ষিত সে তো নয়, জানে না কী অন্যায়
সরল জীবন চলে টিকটিক।


সুবীর সেনগুপ্ত