এক ডাকে সাড়া দিতাম যখন
তখন সজাগ ছিল ভালবাসা
এখন সুপ্ত, নাকি প্রাণহীন!
এক ডাকে আজ হয় না তো আসা|


কেন ভালবাসা হয়ে যায় লীন!
কি দেয় বদলে ভালবাসা রূপ!
কেউ তো আসেনি দুজনের মাঝে
জবাব খুঁজতে দুজনেই চূপ|


সেই একই তুমি, আমিও তো সেই
দরজা জানালা ঘরটাও সেই
তুফান আসেনি, আসেনি বন্যা
শুধু ভালবাসা বদলে গেছেই|


রবির অস্ত এখনো তো লাল
যেমন ছিল তা সেদিন গগনে
দুজনে হতাম সেই লালে রাঙা
আজ রাঙা হতে ভয় কোনখানে!


পাল্টানো কিছু দেখতে পাই না
ভাবনাতে জাগে কারণের রণ
আমার মতন তুমিও কি ভাবে!
বোধহয় তা নয়, তাই আবরণ|


ভাষা নিয়ে, এসেছিলো ভালবাসা
ভাষা স্মরণের কোণেই তো আছে
অকপট হতে আজ কেন লাজ!
কথা বিনিময় কোথায় পুড়েছে!


চিত্ত বিবেক যাই হোক নাম
এ সব মিললে, গড়ে ভালবাসা
অতীতের মিল, এখন অমিল
ডাক দিলে, সাড়া হয় ভাসা-ভাসা|


সাড়া - ভাসাভাসা