//সে চায়নি অঙ্ক//


অঙ্কটা শক্ত, করেছিল ভুল
মাথায় গাট্টা খেয়ে, দেখেছিল ফুল।


অঙ্ক শুনলে তার, এসে যেত জ্বর
অঙ্ক শত্রু তার, হয়েছিল পর।


নামতা পড়তে হতো, থাকতো না মনে
সংখ্যার জটগুলো, জড়াতো স্বপনে।


ভগ্নাংশ দেখলেই, নেয়ে ঘেমে একশা
ভাবত সে, ভাঙ্গে কেন! গড়ে কেন নকশা!


সুযোগ পেলেই সে, ইতিহাসে ডুবে যেত
পড়ে ভালো লাগত, মুখস্ত হয়ে যেত।


ভুগলের বই হলে, যত্নে সে রাখত
মানচিত্রের সাথে, রোজ খেলা করত।


কোনোক্রমে পাশ হয়ে, ছাড়ল মাধ্যমিক
অঙ্ক বিদায় নিল, সেও হলো নির্ভীক।


এখন তো খোলা মন, পড়াশোনা এগোলো
অঙ্কের থেকে দূরে, সেও এক গতি পেল।


সফল জীবন তার, অংকবিহীন পথ
হিসাবের কাজ হলে, দেয় না সে মতামত।


অঙ্ক ছাড়াও চলে, জীবনটা হেলে-দুলে
হাসি খুশী জীবনটা, অঙ্ক-বিহীন দলে।


সুবীর সেনগুপ্ত