//শান্তির পথ পেয়েছি//


মানিয়ে চলার শপথ নিইনি
তবুও মানিয়ে চলছি
বানিয়ে বলার বারণ হলেও
বানিয়ে বানিয়ে বলছি।


জানিয়ে করার আছে প্রয়োজন
না জানিয়ে আমি করছি
পালিয়ে থাকতে বলছে না কেউ
তবুও পালিয়ে থাকছি।


দাঁড়িয়ে বলার আছে প্রচলন
দাঁড়িয়েই আমি বলেছি
বাড়িয়ে বাড়িয়ে বলা ভালো নয়
রঙ ভরে কথা ছেড়েছি।


কুড়িয়ে পাওয়ার কামনা রাখিনি
পেলেই, কুড়িয়ে নিয়েছি
লুকিয়ে রাখতে চেয়ে লুকোইনি
নিজেই সামনে এনেছি।


পটিয়ে পটিয়ে বাগাতে চাইনি
কখনো পটিয়ে ফেলেছি
চাইনি জাগিয়ে আমি লাভ পেতে
তবুও জাগিয়ে দিয়েছি।


পুড়িয়ে খাওয়ার শখ খুব ছিল
সুযোগে সেটাই করেছি
রাঁধিয়ে নেওয়ার ইচ্ছা হয়নি
রান্নায় মন দিয়েছি।


জড়িয়ে ধরেছি সব সাধারণ
সরল জীবনে ডুবেছি
আগেই লিখেছি মানিয়ে চলেছি
শান্তির পথ খুলেছি।


সুবীর সেনগুপ্ত