মৃত্যুকে সাথে নিয়ে চলছি
তাই নয় ভয়, আমি বলছি
বৃত্তে বৃত্তে ঘোরা, আর নয়
সব কাজে আনি, তাই নির্ণয়|


অপমান দূরে দূরে রাখছি
অপবাদ ঠেলে দিয়ে হাসছি
মিথ্যে মিথ্যে কথা আর নয়
সত্যের সাথে চলি,পাই ছয়|


ছন্দকে ধরে ধরে গাইছি
বন্ধকে খুলে খুলে দেখছি
সর্বদা আনন্দ এসে যায়
দ্বন্দকে দিই না তো আশ্রয়|


স্বপ্নকে দেখে দেখে ভাবছি
কর্মের সাথে জোড়া যায় কি!
কিছু কিছু জুড়ে যায় কখনো
ভরে ভরে ওঠে মন, তা জেনো|


পণ্যকে বারেবারে আনছি
যা যা দরকার, তাই চাইছি
বাড়াই-না প্রয়োজন অযথা
প্রচুরকে দিই না তো মান্যতা|


রাত্রির কানে কানে বলছি
ভেদাভেদ আর নয়, মানছি
পাশে দিন, তবু কেন বিপরীত!
তাও আমি করি না তো খিটপিট|


ভক্তিকে মনে মনে রাখছি
যুক্তিকে দরকারে আনছি
পাশে পাশে শ্রদ্ধাও এসে যায়
চিন্তাতে মুক্তির ছায়া ছায়|


মুক্তিকে পেয়ে খুশী হয়েছি
ভক্তিকে সাথে ধরে রেখেছি
বয়সটা বেড়ে বেড়ে আগে যায়
শান্ত হয়েছে মন, আর নয়|


শান্ত মনের দেখা পেয়েছি|