//শেষের ঘন্টা খুঁজেই বা কী করব!//


শুরু হলেই, শেষের ঘন্টা বাজবে
উদয় হলেই অস্ত যাবে সূর্য
ঘুমের পরে হবেই নীদ্রা ভঙ্গ
হারিয়েও যাবে স্বপ্ন অনিবার্য।


মূর্চ্ছা যাবেই প্রস্ফুটিত ফুল
পাগল হাসবে, কাঁদবে অকারণ
সুস্থ মানুষ মজায় উঠবে মেতে
কাঁদবে নাকি কখনো এক ক্ষণ!


দীপান্বিতার আলোয় থাকবে আঁধার
কয়লা জ্বলে উঠবে না তো শিখা
কালোর সাথে মিশবে নাকি আলো!
কালোর মাঝেই ফুটবে আলোর রেখা।


পাখীর কিচিরমিচির আনবে ভোর
দুচোখ খুলবে নতুন দিনের জন্য
আলোর ছটায় মানুষ ছুটবে কাজে
সাঁঝের বেলায় দিনটি হবেই অন্য।


সময় চক্র ঘুরছে বৃত্তাকারে
বৃত্তে কোথায় শুরুর বিন্দু খুঁজব!
চলতে থাকছে এই দুনিয়ার ঘড়ি
শেষের ঘন্টা খুঁজেই বা কী করব!


সুবীর সেনগুপ্ত