//শপথ ও আয় ভিন্ন পথেই//


বিপথে চলার ইচ্ছা তাই তো
করি না শপথ, কারণ হয়ত
বিপথেই হয় বেশী বেশী আয়
সৎপথে পাওয়া খুবই সংযত।


যদি না ইচ্ছা বিপথে চলার
তবে কী শপথ হবে বারবার!
শপথ না করে সৎ কী হব না!
নিশ্চয়ই হব, তাই তো বিচার।


শপথ করার বাধকতা নেই
নিষেধ হবে না কোনো শপথেই
স্বাধীন ভাবনা নিয়ে চেতনাতে
সহজেই শপথের পথে যাই।


আয় চাই এ তো মেনেই নিচ্ছি
কত আয় তাও ভেবেও দেখছি
বেশী কম বলা খুব মুশকিল
যাই হোক আয়, তাতেই থাকছি।


শপথের সাথে আয়ের কী যোগ!
থাকেও যদি বা, নেই অভিযোগ
আয় দেখা যায়, শপথ তা নয়
এ তো দর্শনে ডুবে করা ভোগ।


বিপথে গেলেই আয় বেশী হবে
এ কী নিশ্চিত! তা কী করে হবে!
সৎ পথে থেকে বেশী আয় করা
হতে কী পারে না! কে ঠিক করবে!


যে চায় চলতে শুধুই বিপথে
সে কি ঘন ঘন যাচ্ছে শপথে!
যাচ্ছে না, আর পরেও যাবে না
সে শুধু চলবে বিপথের মতে।


সুবীর সেনগুপ্ত