শরীর যা পায়, পাক
কিছু তো পেয়েই যাক
তা হলেই আমি বেঁচে থাকব
মন কি দেবে না দেবে
ভাবনা তাতেই রবে
যা পাব, তাতেই আমি মাতব|


শরীরকে পেতে হবে
মনটাও ভেবে যাবে
দুটোর সমন্বয়ে এই আমি
আমি দেব শরীরকে
সামলাব মনটাকে
তবেই তো বাঁচা হবে দামী|


শরীর গঠন হলো
মন তাতে এসে গেল
স্থাপনও হলো এক অস্তিত্ব
গঠনে শরীর মন
ছিল না তো সচেতন
ধীরে ধীরে শিখে গেল বিত্ত|


আমি কি পাবো না পাবো
পেয়ে গেলে জেনে যাবো
তার থেকে কিছু পাবে এ শরীর
আমিই চালাব মন
মনকে করব ধন
এই ধন দোষহীন এক নীড়|


শরীর মন আর আমি