দেখার জন্য দেখিনি তো
চোখের সামনে এসেছিলে
দেখার কারণ সেটাই প্রথমবার|
'সেদিন' মনে কাটেনি দাগ
জীবন ছিল রোজনামচায়
খুলতে চাইনি নতুন কোনো দ্বার|


প্রথম দেখা কত তো হয়
বেশীরভাগই হয় না স্মৃতি
দেখার পরেই ভুলে যাওয়ার পর্ব|
সাধারণ এই জীবন আমার
তাতে তো নেই বিলাসিতা
সহজ সরল চিন্তা নিয়েই গর্ব|


আবার দেখায় কথার সুযোগ
যৎসামান্য ভাব বিনিময়
একটা আলোর রেখা ফুটেছিলো
সেই রেখাতেই অবগাহন
তুমিও ছিলে আমার সাথে
প্রেমের পরশ জেগে উঠেছিল|


এখনো সেই সহজ সরল
কিন্তু জীবন যুগল ধারায়
পেয়েও গেছি এই জীবনের অর্থ
কোনো কিছুর পরোয়া নেই
পরিতোষ আর প্রত্যয় নিয়ে
অনেক খুশী পাওয়ায় নেই আর শর্ত|


ভালবাসা আমার কাছে
শুধুই একটা নিনাদ ছিল
করলে তুমি খেয়াল পরিবর্তন
আজকে আমি নিঃসংশয়
জেনেও গেছি ভালবাসা
এখন শুধু শান্তিপূর্ণ জীবন|


শর্তবিহীন জীবন