শুধু একবার


আবার বললে ভুল কী হবে!
আবার শুনে, রাগ কী করবে!
একবার বলা যথেষ্ট কী!
পুনরাবৃত্তি লোক কী নেবে!


বলার একটা বিষয় থাকবে
প্রেক্ষিত, তাও হতেই হবে
অন্তত একজন তো শুনবে
নইলে বলা হাওয়ায় মরবে।


শ্রোতার মনটা বুঝতে হবে
কী চায় শুনতে, জানতে হবে
জানলেই, বলা একবার হবে
এই ধারা হোক সব স্বভাবে।


সুবীর সেনগুপ্ত