//শুধু কথাগুলো হয়ে যাক দামী//


দামী দামী করে কেন যে মরছ!
দামীর মানে কী বুঝতে পেরেছ!
শুধু কী কিনতে গেলে হয় দামী!
গাছ থেকে পেড়ে তাও হয় দামী।


চিরুনী কিনবে, তাও চাও দামী
সাথে সাথে সেটা হতে হবে নামী
যে নাম বিজ্ঞাপনের পাতায়
অচেনা হলেই নও অনুগামী।


তুমি ধনী, খুব ভালো করে জানি
কয়েক বছর থেকেই তো চিনি
বন্ধুত্ব নেই, দুজনেরই জানা
চলছি সময়ে, একই সরণী।


দেখা হলে, কথা হয় মাঝে মাঝে
থাকি কাছাকাছি একই সমাজে
উভয়ে জেনেছি উভয়ের কিছু
মিল কম, তারতম্য বিরাজে।


তুমি কেনো রূপ, রাখা স্তরে স্তরে
কিছুই কেনো না দরদাম করে
লিখছি না এই কথা অজ্ঞানে
প্রশ্ন চাই না লেখার কারণে।


আমি কিনি সব দরদাম করে
অনেক ক্ষেত্রে ঘরেও আনিনা
তুমি আর আমি ভাবি দুই পথে
কেউ কারো ভুল কখনো ধরিনা।


দামী হলে, ভালো হওয়ারই সুযোগ
এর সাথে সত্যের কী যে যোগ!
দরদাম করা নয় কোনো পাপ
বলবে কী কেউ, এটা এক রোগ!


দামী কেনা শুধু অভ্যেস নয়
অপচয় নিয়ে জিজ্ঞাসা হয়
দরদাম, সে কী সব ঠিকঠাক!
ইচ্ছেপূর্ণ করতে কী ভয়!


মান বৃদ্ধিতে নামী দামী চাই
এই তালিকায়, ভাবি কী যে নাই!
দামীর সঙ্গে দামীর টেক্কা
জনতার কাছে অবাকের চাঁই।


দামী হোক মানুষের ব্যবহার
দামী দামী কথা শেখা দরকার
দামী জীবনের নেই প্রয়োজন
আমার চেতনা বলে বারবার।


সুবীর সেনগুপ্ত