জানতে চাইলে-
কেন দুর্গতি হচ্ছে না শেষ
কলুষিত কেন এই পরিবেশ
কেন জমিজমা নিয়ে বিদ্বেষ
বুঝতে পারোনা এ সবের হেতু!
তবে শোনো ভাই-
যেমন গর্ব, তেমনই তো পাবো
সুখ চেয়ে চেয়ে দুঃখ ধরব
সুযোগ পেলেই কাজে ফাঁকি দেব
দোষী হবে শুধু রাহু আর কেতু|


বললেও তুমি-
নিয়ম কি শুধু গরীব মানবে!
ধনীদের টাকা নিয়ম কিনবে
গরীবের মাথা কেন নীচু হবে!
বোঝাবে আমাকে কি তার কারণ!
কি আর বলব-
একই প্রশ্নের আমিও মালিক
কেবল ভাবনা হয় যে অধিক
প্রতিবাদগুলো ক্ষতির প্রতীক
সব সহে নিয়ে চলে এ জীবন|


তখন বললে-
এসো, দাবী নিয়ে প্রতিবাদ করি
দরকার হলে হয়ে যাব অরি
ভেঙে দেব যত বাহারি কবরী
রাখব না মনে আগামীর দিন
আমার জবাব-
বিদ্রোহ কোনো প্রতিবাদ নয়
কার বিরুদ্ধে, বলো করা যায়!
এ কি সমাজের নির্ণয় নয়!
যাতে সকলের মত নয় ক্ষীণ|


আমি মানলাম তোমার উক্তি
তুমিও মানলে আমার উক্তি
এই সমাজের অংশ আমরা
শুধুই ভাবনা করে যায় তাড়া|