//শুধুই একটি মানুষ হয়েছি//


হতেই পারিনি কোনো পথ, তাই
হয়েছি আমি পথিক
তারা হয়ে ফুটে উঠতে পারিনি
হয়েছি অপ্রাসঙ্গিক।


কল্লোল হয়ে দেখাতে পারিনি
নিত্য নিয়ত ক্রোধ
কোথায় হয়েছি ঝড়ের সঙ্গী!
হারিয়ে ফেলিনি বোধ।


তোমার মনের সাথীও হইনি
আসলে হতেই দাওনি
নিজের মনের সাথী হয়ে আমি
তোমাকে ভাবতে ভুলিনি।


মিথ্যে প্রচারে যেতেই পারিনি
সত্যকে ঢেকে রাখিনি
অযথা সত্য গড়তে পারিনি
সরলতা আমি ছাড়িনি।


অভিমান করে থাকতে পারিনি
অভিনয় দূরে রেখেছি
অভিধানে ডুবে থাকতে চাইনি
কান চোখ খুলে রেখেছি।


বন্ধনহীন জীবন চাইনি
বেঁধেও ফেলেছি তাই
সুখ সন্ধানে কখনো যাইনি
যা পাই তাতেই সই।


হতেও পারিনি আশ্রিতা আমি
অশ্রু ঝড়াতে চাইনি
স্বাধীন মনের স্বাধীন চেতনা
দূরে ঠেলে আমি দিইনি।


হয়েছি শুধুই একটি মানুষ
তাই মূল পরিচিতি
অতি সাধারণ মানুষ হয়েই
ছাড়তে চাই অদিতি।


সুবীর সেনগুপ্ত