//স্মৃতি থাক, জমা থাক//


স্মরণ করিয়ে দিয়ে
কী যে লাভ যায় হয়ে
কাসুন্দি ঘাটা ছাড়া আর কিছু নয়...
স্মৃতি পুরনো কাপড়
আছে তবু নেই দর
থাক পড়ে, আজ নেই পরিচয়।


জীবনের যে পরিধি
নির্ণীত এক অবধি
ঘেরাটোপে সব আছে, থাকবে...
প্রত্যেক ইতিহাস
শ্বাসহীন বিশ্বাস
অজান্তে সব ইতিহাস রবে।


স্মৃতি সুখ, স্মৃতি ভীত
প্রীতি আর অপ্রীতি
গঠন করব বলে হয় না গঠন...
সুখভরা স্মৃতিগুলো
জমতে দেব না ধূলো
অবচেতনে কি এই ভাবনাই ধন!


স্মরণ করাবো কেন!
কিংবা করব কেন!
টানাটানি করাটা কি খুব উপাদেয়!
স্মৃতি থাক, জমা থাক
নিজের হয়েই থাক
আমি তাই করে যাব, যা হবেই শ্রেয়।


সুবীর সেনগুপ্ত