//সব কথা হোক খুশীর উৎস//


কথা আর ব্যাথা নয় সমার্থ শব্দ
কথা আর খুশী হোক সমার্থ শব্দ
কথা থেকে কিছু চাওয়া আর পাওয়া থাকে
সেই চাওয়া পাওয়া সম অর্থে কী ঢাকে!


কথার থেকেই খুশী ক্ষোভ আর দ্বন্দ্ব
কথার থেকেই সুর তাল আর ছন্দ
কথা নিয়ে আছে আবালবৃদ্ধবনিতা
শুরু থেকে শেষ কথাই জীবনে গাঁথা।


কথার আছে অদৃশ্য এক জগৎ
সেই জগতেও হয় বিনিময় মত
মতগুলো সব থেকেও যায় অদৃশ্য
অবচেতনের সেটাই তো হলো বিশ্ব।


সম অর্থের শব্দ অনেক আছে
যেমন ধরোনা মুখ বদনের পিছে
সম অর্থের শব্দ লিখতে বসিনি
কথা আর ব্যাথা আজকে লেখার কাহিনী।


কথা মানে ব্যাথা, বললেই হবে ভুল
কথা মানে খুশী, তাও নয় নির্ভুল
তবে চাইবই, কথা হোক খুশীর উৎস
তাই হয়ে গেলে, বলবই তা অবিশ্বাস্য।


সুবীর সেনগুপ্ত