সব অপেক্ষা হয় অবিশেষ


দীর্ঘ দিনের হলো অপেক্ষা
আর অপেক্ষা করে কী যে করি!
এবার অপেক্ষার নেই মানে
এখন অপেক্ষাতে ছাড়াছাড়ি।


নিজ প্রাণ ছেড়ে দেওয়ার চিন্তা
তাই তো বিধান জানি বিধাতার
যে অপেক্ষা ছিল এতদিন
হারিয়ে গিয়েছে, নয় আপনার।


অপেক্ষার নেই একটা সীমানা
চলতেই থাকে সময়ের সাথে
কিন্তু সময় চলে ধারা মেনে
অপেক্ষাকে বেদনাই ঢাকে।


যে অপেক্ষা আশা ধরে শুরু
ধীরে ধীরে আশা চলে যায় দূরে
তবে আশা হয়ে যায় না তো মৃত
অপেক্ষা তাই থাকে মন জুড়ে।


এক অপেক্ষা দুই অপেক্ষা
আরো আরো করে যাই অপেক্ষা
সফল হই না করে অপেক্ষা
তবুও হয় না কোনোই শিক্ষা।


অদ্ভুদ এই অপেক্ষা কাজ
প্রতিটি মানুষ প্রতিদিন করি
জীবনের ছক এই ধারাতেই
এই ছক নিয়ে কিছুই না গড়ি।


নতুন শব্দ পেতে অপেক্ষা
পেয়ে গেলে নয় অপেক্ষা শেষ
আরও অপেক্ষা পরের শব্দে
পাই, বুঝে যাই সব অবিশেষ।


সুবীর সেনগুপ্ত