//সব প্রশ্নই চাইবে জবাব//


প্রশ্ন যখন চাইছে জবাব
তখন প্রশ্ন খোঁজার স্বভাব!
এ কী রকম দর্শন!
প্রশ্ন হলেই, থাকবে জবাব
না জানলে তো সেটা অভাব
অভাব হয় না বন্টন।


প্রশ্ন যখন আসছে ছুটে
আসছে কেন, হবেই জানতে
কী সেই জানার কারণ!
প্রশ্ন আসলে, দাও-না আসতে
জবাব নেই তো, না থাক পাতে
শূন্য পাতেই মরন।


প্রশ্ন আসছে, সন্দেহ নেই
কিছুর জবাব দিতে হবেই
কেউ কি পাবেই পার!
হয় না সেটা, সবাই জানে
উচিৎ প্রশ্ন চায় যে মানে
জবাব খোলে দুয়ার।


অস্বীকার কি পারবে করতে!
জীবন চলছে প্রশ্নের স্রোতে
প্রশ্ন বাঁচার উৎস...
সব মন ভরে আছে জিজ্ঞাসা
অনেক জবাব, সাথে উচ্চাশা
ভাবনা না-হোক নিঃস্ব।


প্রশ্ন যখন খুব আদরের
জবাব তখন প্রশ্নের ঘের
কোত্থাও নেই সংশয়...
প্রশ্ন যদি হয় বিরক্তি
কোনো উত্তরে থাকে না ভিত্তি
জীবন তখন বিস্ময়।


প্রশ্ন যখন নিজের কাছেই
জবাব তখন ভিন্ন ধাঁচেই
কোনটা নেওয়া, দ্বিধা...
প্রশ্ন তখন পাল্টেও যায়
জবাব মতো প্রশ্নটা হয়
করতে নিজের সুবিধা।


কীসের এত ভয় প্রশ্নের!
আসুক আসুক, আসুক-না ঢের
শুনব এবং ভাবব...
উত্তর নেই, শুধুই বলব
জানিনা ভাই, কী আর করব
জানার চেষ্টা করব।


সুবীর সেনগুপ্ত