মনটা পূর্ণ, নাকি অপূর্ণ
সঠিক জানতে চাই
সবাই বলবে, মন অপূর্ণ
এতে সন্দেহ নেই|


তাই যদি হয়, কেন যে হয় না
পূর্ণ করার চেষ্টা!
সবাই বলবে, চেষ্টা তো আছে
পূর্ণ হয় না শেষটা|


কি ভাবে যে হয়, মনটা পূর্ণ!
সেটা কি আমরা জানি!
সবাই বলবে, সবাই তো জানে
তবুও তো টানাটানি|


মনটা কি কোনো, পাত্রের মত!
তাই জানা যাক প্রথমে
সবাই বলবে, পাত্র তো নয়
মনটাকে জানি নামে|


মন যদি নয়, কোনোই আধার
'পূর্ণ' কথাটা কেন!
সবাই বলবে, মন ভরে যায়
আসলেই সুখ, জেনো|


মন ভরে যায়, সুখের স্পর্শে
তবুও যে হাহাকার
সবাই বলবে, আরে দূর বোকা
খালি হয় বারবার|


কি করে যে ভরে, আর খালি হয়!
যখন নেই আধার
সবাই তখন, বলে তুই গাধা
এ সব ভাবনা ছাড়|


ভাবনা ছাড়িনি, কাউকে বলিনি
কিন্তু বুঝেছি ঠিক
মনটা আমার, অপূর্ণ নয়
দেখে বুঝে সবদিক|


সবাই বলবে......