//সবাই এগোবে, সবই এগোবে//


কেন ভুল ভেবে থাকোই কেবল!
রাত চলছে না, চলছে সময়
প্রশ্ন করলে, দিন কি চলছে!
দিনও চলে না, সময় এগোয়।


সবাই এগোবে, সবই এগোবে
স্বীয় স্বীয় অধিকারেই এগোবে
উর্দ্ধপানেই গাছের এগোনো
জ্ঞানের স্পর্শে মানুষ এগোবে।


থামানো যাবেনা কখনো 'এগোনো'
এবং যায়নি কখনো সরানো
এগোনোই হলো প্রথম লক্ষ্য
এগিয়ে গেলেই, কাজ হবে জেনো।


দিন আর রাত্রি ঘুরে ফিরে আসে
সময় এগিয়ে যায় দিনে মাসে
দিন এবং মাসে আমরা এগোই
এগিয়ে যায় জ্ঞান শ্বাস প্রশ্বাসে।


সময় এগিয়ে যাওয়া অনন্য
আমাদের এগোনো কিছু ভিন্ন
সময় এগোয় স্থির গতি নিয়ে
আমাদের গতি সবই বিভিন্ন।


এগোনো সেদিন, এগোনো আজকে
সবকিছুতেই বদলেছে নাকি!
সময় এগোনো আছে সেরকম
বাকী সবকিছু দিচ্ছেই ফাঁকি।


সুবীর সেনগুপ্ত