//সবাই কি নিষ্পাপ!//


আমি বহু দোষ করি
সে কেবল আমি জানি-
দোষ করি চুপিচুপি
জানতে পারে না কেউ-
সুযোগ পেলেই করি
এখানে ওখানে দোষ-
তোমরা জানোনা, তাই
তোমাদের চোখে আমি নিষ্পাপ...
সবাই কি দোষ করে
চুপিচুপি নীরবেই
আমারই মতন!
জানতে ইচ্ছে করে, এ তো নয় পাপ।


সুবীর সেনগুপ্ত