//সবই ভাঙবে আজ নয় কাল//


হুড়মুড়িয়ে পড়ল ভেঙে
কী যে হলো বোঝার আগে
কী দোষ দেবো, কাকেই দেবো
এই বিপত্তি সব ভাগে ভাগে।


কখন কী যে ঘটে যেতে পারে
যা নেই কোনো ভাবনার ঘরে
অনিশ্চয়তা সংখ্যায় কম
তবু সংশয় পায়ে পায়ে ঘোরে।


নিয়ম করেই নিয়ম মানছি
পা ফেলে ফেলে হিসেব রাখছি
তার পরেও তো উল্টে যাচ্ছে
অনিশ্চিতের জিৎ তা মানছি।


বিশৃঙ্খলা শান্তিভঙ্গ
ভাবনার কেন হয় যে অঙ্গ!
অবাধে চলতে কেন যে চিন্তা!
বাধা কেন ঘিরে ফেলেই দিনটা!


যা ভাঙার, সে তো ভাঙতে থাকবে
মনে আপসোস ঢুকতে থাকবে
এই এক ধারা চলতে থাকবে
কেন পরিতাপে মনটা কাঁদবে!


জগতটাই তো সদা ভঙ্গুর
ভাঙা-গড়া মিলেমিশে হয় সুর
নিয়ন্ত্রণের যে ব্যাপ্তি পাই
সীমানার মাঝে করে ঘুরঘুর।


সবই ভাঙবে আজ নয় কাল
ভাঙন থামাতে আছে নাকি ঢাল!
থাকলে কী আর ঘটত ভাঙন!
ভেঙেই আসুক নতুন সকাল।


সুবীর সেনগুপ্ত