//সবকিছু হোক এক এক করে//


দুমদাম করে কাজগুলো ধরে
একটার পর একটা
কোনো এক কাজ পেলো না অন্ত
বৃদ্ধিতে সংখ্যাটা।


কোন চাপে পড়ে এত কাজ ধরা
নিতেই কী হবে চাপ!
দু-চারটে কম ধরা কী যায় না!
কাটছাঁট সংলাপ।


এক উদ্দেশ্য পূরণ করতে
এক কাজ নিই হাতে
হাতছানি দেয় বহু উদ্দেশ্য
বহু কাজ আসে সাথে।


কেন উদ্দেশ্য অভীষ্ট অভীপ্সা!
স্বতঃতই পথ চলা
উদ্দেশ্যবিহীন কিছুটা সময়
কাটালে কী অবলা!


মনের চাহিদা অভিনব ক্ষুধা
কম বেশী বাছাবাছি
অভুক্ত থাকার ইচ্ছাই নেই
কাজ ধরে নাচানাচি।


কর্মবিহীন হাত কে চাইবে!
সঙ্গী হবেই কর্ম
খালি হাত মানে মনটাও খালি
খালি মনে নেই বর্ম।


শুধু কাজ নয়, সবকিছু হবে
এক এক করে জীবনে
তেমন হলেই কম কম বাধা
হাসতে হাসতে মরনে।


সুবীর সেনগুপ্ত