//সদা আলাপন কাঙ্খিত নয়//


সুখের সময় নেই আলাপন
আশা করি কেন দুঃখে!
আলাপন জক সকল সময়
খুশীও ভরুক বক্ষে।


আলাপ হলেই হবে আলাপন
ফুটবেও আলো চক্ষে
আলাপন থেকে সাথী নির্মাণ
যা ছিল নিষ্ট লক্ষ্যে।


সুখ আর দুঃখ পথে উপস্থিত
থাকবেই সব পক্ষে
সুখ-দুঃখের সাথে আলাপন
বিষাদ যাবে বিপক্ষে।


সদা আলাপন হতেই চায় না
হয় না বলেই রক্ষে
আলাপন যদি হয় নিরন্তর
মনন অন্তরীক্ষে।


আলাপন হতে হবে সুমধুর
উচিৎ সময় দেখে
অন্যথা হলে আলাপন জলে
ভাবলেশহীন চোখে।


হবে আলাপন দুই এর মধ্যে
করবেও অনেকে
তবুও একটা থাকেই 'কিন্তু'
কোথাও অলক্ষে।


আলাপন হবে, আলাপন হবে
হয় যদি মন তোলপাড়
সেই আলাপনে কী ফল আসবে!
কী ভাবে হবে বিচার!


আলাপন থেকে যখন গড়বে
খুশীর এক আল্পনা
সার্থক হবে সেই আলাপন
পূর্ণ আশার স্থাপনা।


সুবীর সেনগুপ্ত