//সদা আনন্দে থাকা কী যায় না!//


কী আমি চাই, কী তুমি চাও
হিসাব করাই যায় না
আমরা যা পাই কখনো না চেয়ে
তাই তো খুশীর গয়না।


তুমি সার্থক জেনেই পেলাম
আনন্দ, খুব আনন্দ
আরও আনন্দ আগামীতে পাবো
এই বিশ্বাসে ছন্দ।


যে আনন্দ তুমি দিতে পারো
আমিও কী দিতে পারি!
শুধু আমি নই, সকলেই পারে
এতে নেই বাহাদুরী।


আমাদের চাওয়া হলেও ভিন্ন
নির্ণীমিত্ত নয়
সব চাওয়াতেই গড়ে আনন্দ
হয় আনন্দ বিনিময়।


এক আনন্দ, দুই আনন্দ
তিন চার পাঁচ ছয়
বহু আনন্দে ভূবনের হাওয়া
আনন্দ বিরল নয়।


কেউ এসে দেবে খুব আনন্দ
যদি এই আশা করি
পূর্ণ হবেনা আমার এই আশা
এ তো জানে শুধু হরি।


আনন্দ নিয়ে থাকার ইচ্ছা
এ যে সদিচ্ছা, ভুল নেই
শুধু ইচ্ছা কী পারবে চড়তে
সদা আনন্দ মই!


সদা আনন্দে থাকা যায় নাকি!
লক্ষ্য টাকার প্রশ্ন
খুঁজলে হয়ত কাউকেই পাবো
সে তো নিশ্চিত রত্ন।


সুবীর সেনগুপ্ত