ছিল আনন্দ কালকের রাতে
সেটা হয়ে গেছে আজকে পুরনো
আজকে নতূন আনন্দ চাই
যাতে সতেজতা থাকবে জড়ানো।


কেন হয়েছিল কাল আনন্দ!
একটা কারণ ছিল নিশ্চয়ই
সেই কারণটা আজকে পাই না
অন্য কারণ হবে খুঁজতেই।


প্রতিদিন আয়, প্রতিদিন ব্যয়
আয় ও ব্যয়ের কারণ কি নেই!
সেই কারণেই হোক আনন্দ
হয় না, তাই তো মন খোঁজাতেই।


বিশেষ কারণে হয় আনন্দ
প্রতিদিন কই বিশেষ কারণ!
তাজা আনন্দ তাই কি আসে না!
বিশেষ কারণ খোঁজে এই মন।


পুরোনো কারণ হারিয়ে যায় না
কিন্তু দেয় না তাজা আনন্দ
যা দেয় তাতেও অনুভূতি কম
তৃপ্তিও তাই পূরণ হয় না।


বিশেষ কারণ সীমানার মাঝে
আনন্দ তাই নয় অনন্ত
চাই আনন্দ অন্তবিহীন
সংসারে সেটা খুব বাড়ন্ত।


কারণবিহীন আনন্দ হয়
কি ভাবে! ব্যাখ্যা করাও যায় না
মানো বা না মানো, আমি তা পেয়েছি
এটা তো মনের তীব্র বাসনা।


দুঃখেও পাওয়া যায় আনন্দ
সেটা হয় মেনে নিয়ে দুঃখকে
যতই জড়াতে চাই দুঃখকে
আনন্দ এসে দুঃখকে ঢাকে।


জীবনের পথে আসবে দুঃখ
ধনী বা গরীব, সকলের পাতে
নিরাশ হওয়ার কারণই নেই
আনন্দ যে মনের ধারাতে।