//সহ্য করতে শেখা দরকার//


কী ভাবছি এই নিঃশ্বাস নিয়ে আমি!
তেমন কিছু যে নয় বলতেই পারি
নিঃশ্বাসে কার অবধান নিরন্তর!
নিঃশ্বাস চলে উদ্বেগহীন প্রাণে|


নিঃশ্বাস দেবে উদ্বেগ, তাও হয়  
কখন আসবে উদ্বেগ কোন দিনে
লক্ষ টাকার এই প্রশ্ন কি প্রাসঙ্গিক!
শ্বাসে টান এলে, ছুটছি তার সন্ধানে|  


ভীষণ জটিল অনেক অঙ্গে এই শরীর
জটিল কিন্তু চলতেই থাকে বাধাহীন
তাই দেখে মনে জাগে দুর্বোধ্য প্রশ্ন
ভালোই চলছে হঠাৎ কেন দুর্দিন!


শরীরের নাম মহাশয়, তা তো শুনেছি
যাহা সহাইবে তাই সহে যাবে শরীর
মানছি কি এই প্রবাদবাক্য সব্বাই
নাকি গন্ডীর মধ্যেই খাই ক্ষীর!


সুস্থই থাক বিনাশযোগ্য নশ্বর দেহ
কামনা তোমার আমার সকলের
হবেনা তবুও তাই কেন চিন্তায়!
এই যে প্রশ্ন সকলের নিজের|


গড়লে ধ্বংস নচেৎ কোথায় ধ্বংস
গড়েছে বলেই, একটা সময়ে বিনাশ
ভুগে ভুগে যাব ধ্বংসের পথে, তাই কি!
উপায় আছেই হবে কি সেটাই অভিলাষ!


কিছু না কিছু তো করে যেতে হবে সহন
সহে যেতে যেতে শরীর জানবে সহন
নাও যদি থাকে নিঃশ্বাসে মনোযোগ
সমস্যাহীন হয়েই এগোবে জীবন|  

সুবীর সেনগুপ্ত