সহজ জীবন উত্তম নাকি!


কতটা সহজ করা যায় এ জীবন!
সহজ হলে কি মসৃন হবে বিচরণ!
যদি মেনে নিই, এটাও এক উপায়
সুখ যাবে নাকি, এ উপায়ে কিনারায়!


কেন থাকে সুখ, শুধু মনটাই জুড়ে!
সুখ না থাকলে, জীবন কি নড়বড়ে!
কি করে বলব! আমি তো মালিক নই
দেখে আর শুনে, হয়রান হয়ে যাই।


কি করে সহজ হব, তা জানতে চাই
নিজের জ্ঞান আর বুদ্ধিতে, সেটা নেই
কোথাও শুনিনা, সহজের আলোচনা
সহজের সাথে, সমঝোতা কেউ করে না!


সহজ হওয়ার, আঁটঘাট খুঁজে যাই
ভেবে ভেবে কিছু, কূল কিনারাও পাই
কিছু মেনে চলি, কিছু মানা হয় শক্ত
তৎস্বত্বেও, আমি সহজের ভক্ত।


সহজ হওয়াটা, নয় তো সহজ গান
হতেও লাগে না, ধন বেশী পরিমাণ
লাগে দৃঢ় মন, সাথে সাথে সংযম
এ দুটো থাকলে, সহজ হওয়া সুগম।


সহজ হলে কি, জীবনটা যায় বদলে!
সহজ হব কি, কম কম কাজ করলে!
সেরকম কোনো, অনুভুতি আসেনিতো
অনুভবে সুখ, আসছেই অবিরত।


সহজ প্রশ্ন, সকলে চায় পরীক্ষায়
মেলামেশা হোক সহজেই, কামনায়
এটাও তো চায়, সহজে হোক হজম
কিন্তু ভাববো, সহজ মানে অধম।


কিছুটা হয়েছি সহজ, আমি তা মানি
জানানোর কোনো প্রয়োজন নেই, জানি
কারো ভাবনাতে, সহজ হওয়াটা ভুল
এই ধারণা কি, হতে পারে নির্ভুল!


কার কি ভাবনা, কেন দেব তাতে মন!
থাকব সহজ, করেই ফেলেছি পণ
জীবন কতটা সহজ! হবে তা প্রশ্ন
উত্তর নেই, তবে জানি এটা রত্ন।