//সহজ লেখা, সাধারণ নেশা//


লিখতে লিখতে গেলাম থেমে
খুঁজতে কথা গেলাম ঘেমে
নতূন কথা সামনে কোথায় আসছে...
পড়তে তো চাই কথার প্রেমে
আমার চাওয়া থাকছে ঘুমে
আমার সহায়তায় কেই বা আসছে!


লিখতে লিখতে থামার পরে
মনের মধ্যে দিলাম ভরে
"লেখা বোধহয় আমার জন্য প্রমোদ"...
কম প্রমোদে হয় আপসোস
কম এনে দেয় দুখের পরশ
বেশী প্রমোদ আনাই তো যায় অবিরোধ।


দলের প্রভাব নেই লেখাতে
যে যাই লেখে সব একান্তে
আমার বেলায় নেই কোনো ব্যতিক্রম...
নির্জনে আর নিঃসঙ্গতায়
আমিই আমার প্রধান উপায়
করেও তো যাই অনুসন্ধান হরদম।


নাই বা পেলাম অনুপম কথা
চলতি কথায় ভরছি খাতা
চলতি হলেও বলতে হবেই লেখা...
খুব সাধারণ জেনেই গেছি
শখ মিটিয়ে তাও চলেছি
লিখতে লিখতে হচ্ছেও কিছু শেখা।


খোঁজার জন্য অল্প সময়
একই কথা আসে লেখায়
বোধহয় এটাই লেখার নেশা, বলবে!
সহজ নেশা খরচবিহীন
নেশা করে কাটছেও দিন
ধরতে পারলে এমন নেশা, বাঁচবে।


সুবীর সেনগুপ্ত