//সহজ নীদ্রা সহজ ধারাতে//


সহজ নীদ্রা জীবনের সাথী
জীবনের রথে অদৃশ্য সারথি
সদা চলমান যাত্রা হয়েছে মসৃন
কর্ম তালিকা পূর্ণ হয়েছে বাধাহীন।


সহজ নীদ্রা দিয়েছে স্বপ্ন
তৃপ্তিতে ভরা নিশীথ রত্ন
তৃপ্তির রেশ দিবসের পথে প্রেরণা
খোলা মনে শুধু ইতিবাচকের ধর্ণা।


সহজ নীদ্রা নয় শুধু নিশীথে
কদাচিৎ, তবু দিনের বেলাতে
ঘুম এসে যায় প্রয়োজন মনে হলে
সুস্থ শরীর থাকেই সুখের কবলে।


সহজ নীদ্রা সময় মানে না
আমার আদেশ ভাঙতে চায় না
তবে কী সহজ নীদ্রা আমার দাস
হয়ত বা তাই, এটাই মনে বিশ্বাস।


সহজ নীদ্রা সহজ ধারাই
এই ধারা পেতে পারে সকলেই
কিছু নিষ্ঠাকে করলে আপন জীবনে
ঘুমের অভাব থাকবে না কোনো ক্ষণে।


সহজ নীদ্রা সহজ আদর
ঘুমের উপর প্রশান্তি চাদর
নীদ্রার প্রাক্কালে মনে শুধু পরিতোষ
এই তৃপ্তিতে বিন্দুমাত্র নেই দোষ।


সে সব রাত্রি আজ মনে পড়ে
বিনীদ্রাতেই চলে যেত ভোরে
কষ্টের সেই দিনগুলো আছে স্মৃতিতে
সুখের নীদ্রা এখন সহজ নীদ্রাতে।


সুবীর সেনগুপ্ত