//সহমত চাই//


নিতে চাইছে না, দিতে চাওয়া কেন!
নিতে কী বাধ্য করা যায়!
জোর করে দেওয়া শাস্তি সমান
কী কারণে করা অন্যায়!


সে তো মানছে না তোমাকে অতিথি
তাও পদধূলি দুয়ারে
আপ্যায়নের ত্রুটি সে রাখেনি
সংস্কারের খাতিরে।


দেওয়া ভালো, নাকি নেওয়াই ভালো
এ কী বিদঘুটে প্রশ্ন!
ভালো খারাপের প্রশ্নই নেই
শুধু ইচ্ছারই যত্ন।


আছে তাই দেয়, বলে অনেকেই
এত কী সহজ কথা!
অনেকের আছে, সবাই কী দেয়!
এ নয় সহজ প্রথা।


কে দেয়, কী দেয়, কেনই বা দেয়
সব ইচ্ছারই বশে
কে নেয়, কী নেয়, আর কে নেয় না
ইচ্ছাই থাকে পাশে।


যত খুশী দাও, কোথায় বারণ!
খুঁজে নাও গ্রহীতাকে
খুঁজে না পেলে কি পারবেই দিতে!
থামাতেই হবে নিজেকে।


মানুষ চায় না থাকতে অভাবে
চায় নিজ নিজ সম্মান
সকলে নেয় না ভিখারীর মতো
মনে হয় ঠিক অনুমান।


জোর করে দেওয়া, জোর করে শোওয়া
জোর করে করা অনুচিৎ
জোর ছেড়ে দিয়ে সহমতে যাওয়া
তাই তো হওয়া উচিৎ।


সুবীর সেনগুপ্ত