//Soja Pothtao Britto//


বৃত্তেই রেখে দিয়েছি জীবন
একঘেঁয়ে হয়ে যায়নি
বিরক্তি কিছু এসেছিল মনে
গুরুত্ব আমি দিইনি।


বৃত্ত কিংবা সোজাসুজি পথ
যেখানেই খুশী থাকব
আমার জীবন আমার ইচ্ছা
ইচ্ছেমতন চালাব।


বলবেই নাকি বৃত্ত সীমিত!
পারো তুমি বলতেই
ভাবতে পারো-না পরিধি বৃহদ!
যার শেষ অনন্তেই।


কী রূপ রেখার পথ নিতে হবে
এই কি প্রথম শর্ত!
প্রথম শর্ত পেতে হবে পথ
পথ চলাতেই অর্থ।


একই পথে যদি চলি বারবার
খোলা মনে নতুনত্ব
দৃষ্টি ধরে না সব একবারে
এ নয় নতুন তত্ব।


চলি চলি চলি, চলতেই থাকি
চলাই মুখ্য শর্ত
চলতে চলতে বুঝতেও পারি
সোজা পথটাও বৃত্ত।


সুবীর সেনগুপ্ত