//সকলেই করে কিছু কিছু কাজ//


কাজটাকে শেষ করেই ফেলেছি
শেষ হবে কিনা, সন্দেহ ছিল
এই ধারণাটা শুরুর আগেই
একাগ্রতায় অবসান হলো।


নিয়মমাফিক, ছিল না কাজটা
তাই সন্দেহ বাসা বেঁধে ছিল
সন্দেহ রেখে দূরের আসনে
শুরুর পরেই মন ভরেছিল।


খুব যে জরুরী, ছিল না কাজটা
কাজটা করতে, মন বলেছিল
শুরু করে দেখি, সব মসৃণ
কর্মই স্নিগ্ধতা এনেছিল।


প্রতিদিন কাজ, নিয়মের পালে
শেষ হয়ে যায়, ভাবনাবিহীন
সন্দেহ দ্বিধা কিছুই থাকেনা
জমেনা উত্তেজনারও ঋণ।


কাজের সংখ্যা কে কবে গুনেছে!
স্বাভাবিক কাজ হিসেব হয় না
অস্বাভাবিক কাজের হিসেব
রাখার জন্য কষ্ট হয় না।


কাজ হাতে নেবার কী হবেই বিধি!
কিছু কী বিশেষ! হয়ত বা নয়
প্রথম এবং শেষ যে নিয়ম
কর্মের পত্তনে হয় জয়।


নূতন কাজের ভিতরে যে ভয়
সে ভয় নেভায়, আলোর নিশানা
সেই ভয় রাখার কী যে প্রয়োজন!
এই ভয়ের নেই কোনো যে ঠিকানা।


কাজ হাতে আছে, আসবেও আরও
কেউ কি পারেই, করতেও সব!
সকলেই করে কিছু কিছু কাজ
কিছুতেই উঠে যায় বহু রব।


সুবীর সেনগুপ্ত