লাজ নেই, তাই সাবলীল সাজে মত্ত
তার সাজে যত টিপ্পনী, তাতে
তার মন নয় আবদ্ধ।
চিন্তার খেই নিয়ে তার ব্যস্ততা নেই
নিজেকে রাখেনা দূর্গের মাঝে
দিন যায়, দিন ধরেই।
গান সে শেখেনি, তবু করে গুনগুন
গুনগুনানীর আনন্দ তান
মনে ভরে দেয় ফাল্গুন।
ধ্যান সে তো করে, সব ধ্যান তার কাজে
তার মুখে হাসি হারিয়ে যায় না
সদাই খুশীতে বিরাজে।
মন খুলে বলে,তাই মনটাও হালকা
এখনও জানেনা বিষাদ কি হয়
তার বাঁচাটাও নয় পলকা।
সংকোচ নেই, যা করতে চায়,করে
তার মনে ভুল ঢুকতে পারেনা
ভুল হলে, দূর করে।
আশা আছে, তবে নয় সে তো দিবাস্বপ্ন
তার খেলা শুধু বাস্তব নিয়ে
তাই নিয়েই সে মগ্ন।
সেও চায় মান, তবে সব সাধারণ
সন্মান দিতে সে তো উন্মুখ
গড়তে চায় না আলোড়ন।
সে তো এক নারী, অন্য নারীর মতন
সকলের মত জীবন কাটায়
নিয়ে এক স্বাধীন জীবন।