//সমাজ শ্রেণীতে কেন ভাগ হলো!//


লাখ টাকার এক স্বপ্ন দেখব
শুয়ে শুয়ে ছেঁড়া কাঁথায়
উচিৎ হয় কি এরকম দাবী!
বঞ্চিত হই স্বপ্ন দেখায়।


ছেঁড়া কাঁথায় শোওয়ার সুযোগ
তখন ছিল, এখন কোথায়!
উঠেই গেছে কাঁথা শেলাই
ছেঁড়া কাপড় রাখেই না কেউ।


স্বপ দেখত মানুষ তখন
মানুষ আজও স্বপ্ন দ্যাখে
স্বপ্নে এখন লাখ টাকা নেই
এখন স্বপ্ন কোটির ভাগে।


এক কাপড়ে চলত জীবন
যাঁরা গরীব, তাঁদের তখন
সেই দুর্দশা হয়ত বা নেই
হারিয়ে যায়নি গরীবের তন।


সৃষ্টির শুরু গরীব দিয়েই
সৃষ্টি চলছে পথ ধরে আগে
গরীব উঠছে এক দুই সিড়ি
জাগ্রত মন ভরা অভিযোগে।


গরীব মধ্যবিত্ত ও ধনী
এই তিন ভাগ সদা শুনে থাকি
সর্বহারার কথা নেই কেন!
কোন ফাঁকে তাঁরা পেয়ে যায় ফাঁকি!


সমাজ শ্রেণীতে ভাগ করে করে
মানুষ কি যায় খ্যাতির শিখরে!
এমন আশা তো ভুল ভুল ভুল
কিন্তু ভুল যে প্রাণের আদরে।


সুবীর সেনগুপ্ত