//সমতার জ্বলন্ত সাক্ষী পথ//


জানিনা কী পথ, কোন পথ, কার পথ
তবে জানি, এই জীবন শুধুই চলা
পথ যদি হয় বন্ধুর, তাও থামা নেই
নালিশ এবং অভিযোগ নিয়ে খেলা।


আছে অগুনিত কণ্টকহীন পথ
সেই পথে এগোলেই, নেই সংশয়
সেরকম পথ কটাই বা আছে সামনে!
যত পথ, তার বেশীটাই কণ্টকময়।


পথ কারো নয়, পথ সব সর্বজনীন
যে পথে চলছে গরীব, চলে আমীর
সমতার এক জ্বলন্ত সাক্ষী পথ
পথ চললেই, হতে হবে শান্ত ধীর।


কে গড়েছে পথ! আর কেউ নয়, মানুষ
এই সব পথ দৃশ্যত, তাতে চলা
এর বাইরেও আছে বহু বহু পথ
সেই সব পথে চলা নিয়ে কথা বলা।


খেয়ালের বশে কখনো গড়ে না পথ
তা সে দৃশ্যত, কিংবা অদৃশ্যত
প্রত্যেক পথ গড়ার পিছনে কারণ
প্রতিটি কারণ মানুষের অবগত।


মানুষের চলা চলতে থাকবে আজীবন
যতক্ষণ শ্বাস, চলার হবেনা অন্ত
পথ বা বাছাবাছি তোমার আমার ব্যাপার
চলি কী সদাই মনে নিয়ে খুব আনন্দ!


সুবীর সেনগুপ্ত