সময় যখন কম
কাজটাকে ছোট করো
কিংবা তা পরে করো
কেন তাড়াহুড়ো করে
হারিয়ে ফেলছো দম!


সময় যখন কম
কাজটাকে নিলে কেন!
ভরসাও দিলে কেন!
জানোনাকি দ্রুত করে
বৃথা হয়ে যাবে শ্রম!


সময় যখন কম
প্রথমে যেটাই পাও
সেটা আগে নিয়ে নাও
কেন বাহাদুরি করে
ডেকে আনো বিভ্রম!


সময় যখন কম
লাভ থেকে দূরে থাকো
ছোট কাজে মন রাখো
কেন বড় মনে রেখে
খেয়েই যাও বিষম!


সময় যখন কম
কাজটাকে দূরে ঠেলো
সেটাই নয় কি ভালো!
কেন লোভ করে করে
লাভটাকে করো কম!


সময় যখন কম
কাজ করো এটা সেটা
যে সময়ে হয় যেটা
কেন বেশী হাতে নিয়ে
দুঃখ পাও চরম!


সময় কখনো কম
সময় কখনো বেশী
নয় এ তো একপেশী
সময়কে ভালবাসো
খুশী পাবে হরদম|