আজকে কেন হাওয়ার সাথী
বৃষ্টি, এমন দিনে!
আজকে সবাই ছত্রীবিহীন
ভিজবে কারণ-বিনে|


আজকে কেন পাইনা খুঁজে
ঋতুর সময়-ঘন্ট!
একের ঘাড়ে অন্য চড়ে
কার যে কখন অন্ত!


বারো মাসের বছরে সব
ঋতুর আগমন
আজকেও তাই হলেও, কিন্তু
সময় পরিবর্তন|


বর্ষাকালে হবেই বৃষ্টি
মনটা থাকে তৈরী
অসময়ের বৃষ্টি তো সব
তোমার আমার বৈরি|


এখন শরৎ, আসবে পরে
হেমন্ত আর শীত
আশায় এখন স্থির প্রকৃতি
গাইতে হবে গীত|


কি কারণে বাদল এখন!
চাইছে নাকি কেউ!
তেমন হওয়ার প্রশ্নই নেই
কে চায় পীড়ার ঢেউ!


অসময়ে আসে বাদল
কারণ নয় অজ্ঞাত  
অধিক সুখের জন্যই আজ  
ধরার বুকে ক্ষত|


ক্ষতি পূরণ করার চেয়ে
না করলেই ভালো
বুঝতে হবে আমাদেরই
নইলে কোথায় আলো!