সারহীন সংসারে সঙ সেজে
সবাই করছি ঢং
বদল করছি তাল ঢাল কাল
চড়িয়ে নিচ্ছি রঙ|


কি আর করছি সাদা ও কালোয়!
করছি কাজের হ্রাস
রঙচঙ করে বাড়িয়ে দিচ্ছি
দাম আর বিশ্বাস|


নিঃশ্বাস ঠিক থাক বা না থাক
দেখাচ্ছি সব নির্ভুল
নাচছি পার্টিতে দুলে দুলে হেসে
প্রত্যুষে সব ঊলঝুল|


মুখে বাঁধ নেই, যা তা বলে যাই
যা কিছু যখন তখন
করছি আলাদা কথা আর কাজ
জটিল করছি গঠন|


সংসার ক্লাব হলে ভালো হতো
হয়ত অনেকে চাই
অনেকে আবার বানিয়ে নিয়েছি
তাতে কোনো ভুল নেই|


সংসার হলো জোড়া শব্দের
অতি পূরাতন গর্ব
কেন ভালবাসি 'সঙ' শব্দকে!
করছি 'সার'কে খর্ব|


সঙ ও সার