//সংসার হোক ঝড়হীন//


প্রকৃতি শান্ত হলেও তো আসে
সংসারে ঝড় নিত্য
তছনছ হয়ে যায় সংসার
বিচলিত হয় চিত্ত।


ঝড় এসে যায় প্রকৃতির কোলে
সমন পাঠায় না তো
প্রকৃতির ঝড় থামানো যায় না
প্রাণ বাঁচাতেই রত।


সংসারে ঝড় হঠাৎ আসে না
ডেকে ডেকে আনা হয়
ডেকে আনবার ঝুঁকি কেন নেওয়া
এ কি অদ্ভুদ নয়!


প্রকৃতি সীমানাবিহীন আকার
তবু সক্ষম রক্ষায়
সংসারে আনা ঝড়ের নৃত্য
শুরু হয়, শেষ নয়।


ঝড়ের নৃত্যে সুর তাল নেই
আছে স্বার্থের লড়াই
প্রকৃতির ঝড় প্রকৃতই ঝড়
সেখানে স্বার্থ নেই।


সংসার আজ, থাকবে না কাল
ঝড় প্রয়োজন কেন!
প্রকৃতি অমর, তাই আছে ঝড়
এটা প্রয়োজন, জেনো।


প্রকৃতিতে ঝড় হতেই থাকবে
সংসার হোক ঝড়হীন
স্বার্থ একটু রাখলেই দূরে
সংসারে ঝড় হবে লীন।


সুবীর সেনগুপ্ত