সংশয় নিয়ে এগিয়ে যাব না


যদি কেন হবে!
হোক সব কিছু স্পষ্ট
কিন্তু অথবা এবং কিংবা
ভেঙেচুরে হোক নষ্ট।


সপেক্ষতাকে নিয়ে কেন থাকা!
সুনিশ্চিতকে দূরে কেন রাখা!
আয়ত্তে যদি নেই সুনিশ্চিত
প্রতর্ক হয়ে যাবে আঁকাবাঁকা।


সম্ভাবনার শেষ বহু দূরে
যত অসাধ্য জানব তো পরে
প্রথমে প্রয়াস করতেই হবে
তবেই আসবে সাধ্য আসরে।


নতুবা নচেৎ নহিলে নয়ত
ছাড়লে কী হবে অনেক কষ্ট!
ভালো তো হবেই ছাড়তে পারলে
অন্যথা হলে জীবন আড়ষ্ট।


সব সোজা হবে
তা কী হতে পারে নাকি!
অনেক কিছুই চাই হোক বাঁকা
সোজা হলে বুঝি, এটা হলো ফাঁকি।


সংশয় দ্বিধা সন্দেহ নিয়ে
কাজের প্রগতি কী ভাবে যে হবে!
তাও হয়ে যায়, গতি মন্থর
মানুষ কী এই ভাবেই থাকবে!


ভীত শংকিত সকল সময়
প্রতি মুহূর্ত কালো দেবে ঢেকে
আলোর স্পর্শ খুঁজে নিতে হবে
পাওয়াই যাবে না শুধু ডেকে ডেকে।


নির্ভীক যদি না হতেই পারি
জীবনটাই তো হয়ে যাবে ভারী
যত ভারী তত টানতে কষ্ট
কেন হতে যাব সংশয়ধারী!


সুবীর সেনগুপ্ত