সর্বদা চাই, নয়ত চাই না
এ রকম কোনো শর্ত হয় না|


এরকম এক শর্তই চাই
যতই বলোনা, এ তো ভুল ভাই|


কেউ মানছে না, বুঝতেও পারি
কি করে মানবে! শর্ত যে ভারী|


সর্বদা, কিছু পাওয়া কি যায় না!
এর জবাবে কি, শর্ত আসে না!


সর্বদা খাওয়া, সেটা তো হয় না
কারণ যে ক্ষিধে, স্বততঃ হয় না|


সর্বদা, কথা বলাও কি যায়!
সর্বদা চুপ, বোঝ হলে হয়|


সর্বদা, ভালবাসতে কি পারি!
না, না হবে না তা, ঘোরালেও ছড়ি|


সর্বদা যদি, থেকে যাই ঘুমে!
জীবন হারাবে, কালোর চরমে|


দেখতে তো পারি, প্রায় সর্বদা
হয় না সেটাও, ঘুম দেয় বাধা|


সর্বদা খেলা, কি করে যে হবে!
খাওয়া দাওয়া স্নান, সব কি ছাড়বে!


থাকাও যায় না, সর্বদা রাগে
আনা যায় না যে, বাধা অনুরাগে|


দেওয়া যায় নাকি, সর্বদা গালি!
মাখতে কি চায়, কেউ মুখে কালি!


সর্বদা ভাবি, হাতে হাত রাখি
হাত তো পাই না, পাই শুধু ফাঁকি|


সর্বদা দিন, কেউ যদি চায়!
করবেই, রাত দিনকে বিদায়|


ভাবতে তো পারি, সদা সর্বদা
অবচেতনের, মাঝে আসে বাধা|


মনটা হলেও, সর্বদা সাথে
কিছুই দেয় না, সর্বদা পাতে|


যা দেখি সামনে, সব নিয়ে ভাবি
কোথাও টেকে না, সর্বদা দাবী|


মনে হয়, পাওয়া যায় আনন্দ
যদি রাখা যায়, মনটা শান্ত|


ডুবেও রয়েছি, এই চেষ্টাতে
কিছু সফলতা, এসেছে ঝোলাতে|


সর্বদা চাই - শর্ত যে ভারী