//সরল জীবন সরল পথেই//


শঙ্কিত মন হলে কাঙ্খিত
যে পথ সুগম, হবে দুর্গম
ত্রাসের ছায়ায় জীবন নিয়ত
কর্মঠ মনে নিরাশার দান।


মন আশা নিয়ে, জ্ঞান সাধারণ
হতে হবে আশা গ্রহণযোগ্য
নিরাশা হলেই আশার অংশ
মনে হবে নিজেকেই অযোগ্য।


সরল জীবন সরল পথেই
খুশীর উৎস হোক সরলতা
হতে হবে সরলতা অকৃত্রিম
যে মন সরল, খুশীর দাতা।


দূর থেকে দূরে, যেতে হবে সুরে
সেই সুর নিয়ে থাকবে নিকট
জীবনের দর্শন নয় জটিল
অবাধ গমনে জীবনের তট।


বনে থাকলেই, থাকবে না মনে
দমন করে কি আসবেই খুশী!
নিবারণ করে দুঃখের ধারা
খুশী ভরবেই মনে বেশী বেশী।


শংকাতে আছে শুধু পরাজয়
জয় এর যে স্থান, সে তো খোলা মন
খুব সামান্য এই জ্ঞান নিয়ে
কেন চলবে না সুখের জীবন!


সুবীর সেনগুপ্ত