সত্যের ব্যবহারে মানবিক।
।।সুবীর সেনগুপ্ত।।


যা বলার, আমি বলেই ফেলব
বলার মধ্যে যুক্তি যে আছে
কারো পছন্দ, না হয় না হোক
তার পছন্দে, উঠব না নেচে।


আমি মনে করি, বলা প্রয়োজন
তাইতো, কথাটা, বলতে চাইছি
পরিণাম নিয়ে, মাথাব্যথা নেই
বলাটাই শুধু, সফল ভাবছি।


বলার জন্য, বলছি না আমি
বলছি না, ছোট করতে কাউকে
শত শতাংশ, কথাটা সত্য
প্রকাশ করতে হবে কথাটাকে।


আমি তো তৈরী করিনি কথাটা
তবে কথাটার সাথেই জড়িত
সত্য কথাটা, যদি চেপে রাখি
নিজের কাছেই, হয়ে যাব মৃত।


কথাটা বলব, তাতে নেই ভুল
যখন সময়, হবে অনুকূল
কথাটা বলতে পারি বারবার
জানা নেই, সেটা হবে কতবার।


যদি অনুকূল, সময় না আসে
কথা ফুটবে না, স্বাধীন বাতাসে
মনে যে ইচ্ছা, থাকবে মনেই
থাকবে কি মনে, সুখের পরশে!


সত্য কি কারো, করবেই ক্ষতি!
করলেও সেটা, হবে সাময়িক
সত্যের জিৎ, অবশ্যম্ভাবী
সত্যের ব্যবহারে মানবিক।


বাস্তব, ভালবাসে জটিলতা
গড়ে ওঠে তাই, অপ্রিয় কথা
প্রিয় না হলেও, কথা যে সত্য
লুকিয়ে রাখলে, অপরাধ সেটা।


সত্যের স্থান, আড়ালে হয় না
অপ্রিয় হলে, রাখাও যায় না
আড়ালে রাখার, চেষ্টা তো বৃথা
ঢাকা খুলবেই, থামানো যাবে না।